সরকার গণধিকৃত অবস্থার মধ্যে আছে : রিজভী
সরকার সবদিক থেকে গণধিকৃত অবস্থার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকারের যে গণধিকৃত অবস্থান সেখান থেকে নিজেদের ভাবমূর্তি বাঁচানোর জন্য পরিকল্পিতভাবে, চক্রান্তমূলকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করছে। কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনা, দেশের গণতন্ত্রহীনতা সবকিছু মিলিয়ে সরকার আজকে গণধিকৃত অবস্থার মধ্যে পরেছে।’
আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কৃষক দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন।
বিএনপিনেতা বলেন, ‘আজকে এই সরকার শুধুমাত্র অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জনগণের সবচাইতে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। সুচিকিৎসা তাঁর নাগরিক অধিকার, মৌলিক অধিকার- সেই অধিকারও হরণ করা হয়েছে।’
রিজভী বলেন, ‘এই সরকার নাগরিক স্বাধীনতা চায় না। ক্ষমতায় টিকে থাকাটাকেই বড় মনে করে। সেই কারণে এক এক করে ধ্বংস করেছে আমাদের সব প্রতিষ্ঠানকে। আপনি আক্রমণের স্বীকার হয়ে পুলিশের কাছে যাবেন, পুলিশ উল্টো আপনার নামে মামলা দেবে। কারণ আপনি বিএনপি করেন। আপনি সত্য কথা লিখবেন, আপনার নামে মামলা হবে।’
সংগঠনের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় দোয়া মাহফিলে কৃষক দলের সহসভাপতি গৌতম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক টি এস আইয়ুব, সাবেক কেন্দ্রীয় নেতা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।