সরকার দেশকে বিরোধী দলশূন্য করতে মাঠে নেমেছে : জাগপা সভাপতি
জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেছেন, বর্তমান সরকার দেশকে বিরোধী দলশূন্য করতে বেপরোয়া ভূমিকায় মাঠে নেমেছে। তারা বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে চারদিকে ভীতির বিস্তার ঘটাচ্ছে, যেন সরকারের বিরুদ্ধে কেউ আওয়াজ করারও সাহস না পায়।
১৯৮০ সালের ৬ এপ্রিল শফিউল আলম প্রধান জাগপা প্রতিষ্ঠাতা করেন। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে জাগপার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে দলের প্রয়াত নেতা শফিউল আলম প্রধানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এসব কথা বলেন খন্দকার লুৎফর রহমান।
খন্দকার লুৎফর রহমান বলেন, ‘সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য আবার সেই পুরোনো খেলায় মেতে উঠেছে। সারা দেশে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা, গ্রেপ্তার, ঘরে ঘরে তল্লাশি ও নির্যাতনের মাত্রা বহুগুণ বাড়ানো হয়েছে। অসংখ্য নেতাকর্মী এখন বর্তমান সরকারের রোষাণলে কারাবন্দি। বিরোধীদলের নেতাকর্মীদের নির্মূল ও পর্যুদস্ত করতে আওয়ামী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলার মাধ্যমে কারাগারে পাঠিয়ে সারা দেশকে কারাগারে পরিণত করেছে।’
লুৎফর রহমান আরও বলেন, ‘সরকার দেশে বিরোধীদলের অস্তিত্ব ধ্বংস করে নিজেদের দুঃশাসনকে প্রলম্বিত করতে চায়। তবে, জনগণ তাদের এই মনোবাসনা কোনো দিনই পূরণ হতে দেবে না। অতীতের সংগ্রামী ঐতিহ্যের ধারায় বাংলাদেশের মানুষ যে কোনো ত্যাগ স্বীকার করতে দ্বিধা করবে না।’
এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আবুল হোসেন, নগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, যুবনেতা ওসমান আলী শেখ, আতিকুর রহমান প্রমুখ।