সরকার দেশকে সংকট মুক্ত করতে পারবে না : খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সরকার সব প্রতিষ্ঠান ধ্বংসের পাশাপাশি মানুষে মানুষে বৈষম্য প্রকট করেছে। এই সরকার দেশকে সংকট থেকে মুক্ত করতে পারবে না। সেজন্য বিএনপি রাষ্ট্র মেরামতে ২৭ দফা রূপরেখা ঘোষণা করেছে।’
বড়দিন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা শুভেচ্ছা বিনিময়কালে ড. খন্দকার মোশাররফ এসব কথা বলেন। এসময় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির সামনে একটি চ্যালেঞ্জ, দেশের মালিক জনগণ। অথচ আওয়ামী লীগ দুর্নীতি, লুটপাট করে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারকে না হটাতে পারলে দেশের সমস্যা সমাধান হবে না। এই দেশকে উদ্ধার করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে দেশকে উদ্ধার করা হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকারের অপশাসনের সময় শেষ হয়ে এসেছে। শিগগিরই গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।’
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে, খালেদা জিয়ার মুক্তির লড়াইয়ে সকলকে আরও সক্রিয় হতে হবে। বর্তমান সরকার অত্যাচার, অনাচার, গুম, খুন করছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে সকলের অংশগ্রহণে রেইনবো ন্যাশন গড়ে তোলা হবে। আগামী দিনে বিএনপির রাজনীতি কি হবে সে বিষয়ে দেশে এবং দেশের বাইরের সকলকে ধারণা দেওয়া হয়েছে। বর্তমান সংকট থেকে বের হতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিজয় অর্জন করতে হবে।’