সরকার দেশের সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার গোটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে। গোটা দেশে বর্গীদের মতো লুটের রাজত্ব কায়েম করেছে। এদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশে মানুষের নিরাপত্তা নেই। একজন নারী ফেসবুকে পোস্ট করায় রাতের বেলায় তাকে ধরে নিয়ে যায়। আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে সরকার।’
‘সরকার খবর পর্যন্ত নিয়ন্ত্রণ করে’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পক্ষ থেকে ২৯টা বিভাগকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে দুর্নীতির কোনো খবর যাতে প্রকাশ না হয়, সেজন্য এটি করা হয়েছে। এমনিতেই চ্যানেল ও পত্রিকাগুলোতে বলে দেওয়া হয়—কোন খবর যাবে, কোনটা যাবে না।’
‘সরকার গোটা দেশে বর্গীদের মতো লুটের রাজত্ব কায়েম করেছে’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে চলমান কঠিন সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ভয়ঙ্কর ফ্যাসিবাদী সরকারকে মোকাবিলা শুধু একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। আমাদের বিরুদ্ধে ৩৫ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশের প্রত্যেকটি থানায় যারা বিএনপি করে এমন আট জন ও অর্থদাতা পাঁচজনের নামের তালিকা করতে নির্দেশ দিয়েছে পুলিশের বিশেষ শাখা।’
পরে বিএনপি মহাসচিব ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পাড়ার জন্য সবাইকে আহ্বান জানান।