সরকার দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে : রিজভী
সরকারের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভয়ঙ্কর দুর্দিনে বসবাস করতে হচ্ছে। সরকার দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে।’
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আজ মঙ্গলবার এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, ‘দেশে কেউ মুখ ফুটে কথা বলতে পারে না। যে কেউ যে কোনো দেশ থেকে সরকারের বিরুদ্ধে কথা বললে তার মা, বোন বা পরিবারের সদস্যদের কারাগারে যেতে হয়। এটা হিটলার, মুসোলিনির পদ্ধতি। ইলিয়াস আলীর গুমের কথা সরকার স্বীকার করে না। স্বীকার করলে ব্যবস্থা নিত।’
দেশের কৃষি ও খাদ্য উৎপাদন নিয়ে বিএনপির এ মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণে কৃষির সঙ্গে জড়িত। কিন্তু এখনও জিডিপিতে এ অংশ উল্লেখযোগ্য না। একরপ্রতি খাদ্য উৎপাদন বাড়ানো, এটাই কৃষিতে উন্নতির মূলমন্ত্র। বিশ্বে একরপ্রতি জাপানের কৃষি উৎপাদন সর্বোচ্চ। জাপানে এক হেক্টরে যে পরিমাণ ফসল উৎপাদিত হয়, বাংলাদেশে তার এক চতুর্থাংশও হয় না। আমরা এটা চার থেকে পাঁচগুণ বাড়াতে পারি।’
রিজভী বলেন, ‘জিয়াউর রহমানের সরকারের আমলে আব্দুল মোমেন খাঁন খাদ্যমন্ত্রী থাকাকালে প্রথমবারের মতো বিদেশে খাদ্য রপ্তানি হয়। আমাদের আধুনিক চাষাবাদ ব্যবস্থা গড়তে হবে।’