সরকার নির্বাচন কমিশন গঠনের নামে নাটক করছে : মেজর হাফিজ
সরকার নির্বাচন কমিশন গঠনের নামে নাটক করছে। যাকে করবেন তা তিন বছর আগেই প্রধানমন্ত্রীর ব্যাগে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-প্রেসিডেন্ট সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
আজ বুধবার দুপুরে নলিনী দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ এ মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, শুধু তাই নয়, আমলাদের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিচ্ছে। অতি অল্প সময়ের মধ্যে এই স্বৈরসরকারকে বিদায় নিতে হবে।
নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, এসব নাটকের কোনো প্রয়োজন নেই, কাকে বানাবেন তা প্রধানমন্ত্রীর ব্যাগে গত তিন বছর আগেই জমা। সময়ের অপেক্ষা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গিয়েছিলাম, ড. কামালের নেতৃত্বে গিয়েছি কোনো লাভ হয়নি।
হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, এভাবে খালেদা জিয়ার মুক্তি আর সুচিকিৎসা হবে না। রাজপথে আন্দোলন করে এক সপ্তাহের মধ্যে আদায় করে ছাড়বে। এ সময় তিনি চাহিদামতো স্থানে সমাবেশ করতে না দেওয়ায় ভোলার পুলিশ সুপারসহ প্রশাসনের সমালোচনা করেন।
জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বের সমাবেশে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও বরিশাল সদর আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, হাফিজ ইব্রাহিম প্রমুখ।
এর আগে প্রতিটি উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসে। বিভিন্ন ধরনের প্লা্কার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা আসে।