সরকার নির্বাচন শব্দটিকে নির্বাসিত করেছে : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘নির্বাচনের কথা না বলে আমাদের একটা কথাই বলা উচিত তাহলো শেখ হাসিনার সরকারের পতন।’ তিনি বলেন, সব সংগঠন, দল-মত-নির্বিশেষে একত্রিত হলে আমাদের যে এক দফা, শেখ হাসিনার পতন তা করা সম্ভব হবে।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক আলোচনা সভায় বিএনপিনেতা এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বর্তমানে যারা ক্ষমতায় আছে, তাদেরকে বৈধ বলি আর অবৈধ বলি- তারা টানা তিনটি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন শব্দটিকে নির্বাসিত করেছে।’
বিএনপিনেতা বলেন, ‘আমার মনে হয়, নির্দলীয় সরকার নিয়ে আমাদের আর আলোচনা করা উচিত নয়। আমাদের আলোচনা করা উচিত এক দফা শেখ হাসিনার পতন নিয়ে।’
গয়েশ্বর আরও বলেন, ‘দেশে এত সমস্যা, এসব সমস্যা নিয়ে কথা না বলে যিনি সমস্যা তৈরি করেছেন তাকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরাতে পারি তাহলে জনগণই কিন্তু সব সমস্যার সমাধানের রাস্তা বের করে দিবে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার, জিনাফ সভাপতি মিয়া আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ইয়াকুব সরকার, আক্তারুল আলম ফারুক, আয়োজক সংগঠনের সভাপতি জনী হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. মহসিন হাবিব প্রমুখ।