সরকার পতনে ঐকমত্য ২০ দলের তিন শরিক : মির্জা ফখরুল
২০ দলীয় জোটের তিনটি শরিক দল বর্তমান সরকারের পতনে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার বিকেলে তিন দলের সঙ্গে পৃথকভাবে তিন ঘণ্টার সংলাপ শেষে তিনি একথা জানান। এর আগে ২০ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ ইসলামিক পার্টির সঙ্গে সংলাপ করে বিএনপি।
সংলাপ শেষে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী সরকারের পতনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার একটা উদ্যোগ নিয়েছি। সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা তিনটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি প্রত্যেকটি দলের সঙ্গে আলাদা আলাদা করে। আলোচনার মধ্য দিয়ে আমরা যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছি তা হচ্ছে- গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে যে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহান্তরীণ করে রাখা হয়েছে, প্রায় তিন বছর ধরে তার মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যে ৩৫ লাখ মামলা দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যাহারের দাবিতে আমরা একমত হয়েছি।'
তিনি বলেন, ‘আমরা একমত হয়েছি এই ফ্যাসিবাদী বিনাভোটের সরকার যারা জোর করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। সংসদ বিলুপ্ত করার পর নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সকল দলের অংশগ্রহণে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করতে হবে। সেই নির্বাচন এর পরে সকলের কাছে একটি গ্রহণযোগ্য পার্লামেন্ট এবং একটি সরকার গঠন করা হবে।'
ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মওলানা অ্যাডভোকেট আব্দুর রকিরের নেতৃত্বে সংলাপে যোগ দেন দলের মহাসচিব মওলানা অধ্যাপক আব্দুল করিম, ভাইস-চেয়ারম্যান মো. শাহ আলম মাস্টার, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামছুল হক, ভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আহসান, ভাইস চেয়ারম্যান শওকত আমীন, যুগ্ম-মহাসচিব ইলিয়াস আতাহারী, প্রচার সম্পাদক মওলানা আনোয়ার হোসাইন আনসারী, সহকারী সম্পাদক কামরুজ্জামান, সদস্য ইলিয়াস রেজা প্রমুখ।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির সভাপতি কে এম আবু তাহেরের নেতৃত্বে দলের মহাসচিব আবদুল্লাহ আল হারুন সোহেল, প্রেসিডিয়াম সদস্য আহমেদ বদরুদ্দিন আহমেদ, প্রেসিডিয়াম সদস্য এম এ মালেক, প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান পাটওয়ারী, প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক মিয়া, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মোহাম্মদ আবু সাঈদ, মো. হাসান মিয়া ও ঢাকা জেলা সম্পাদক আনন্দ দে সংলাপে অংশ নেন।
ইসলামিক পার্টির মহাসচিব আবু অ্যাডভোকেট আবুল কাসেমের নেতৃত্বে ভাইস-চেয়ারম্যান সিদ্দিক আহমেদ নোমান, ভাইস-চেয়ারম্যান আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আদিলুর রহমান সংলাপে অংশ নেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান সংলাপে অংশ নেন।
সরকার বিরোধী আন্দোলনে বৃহত্তর প্ল্যাটফর্ম গড়ে তুলতে বিএনপি মহাসচিব গত ২৪ মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। প্রথম দফায় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপ করেন তিনি।
এছাড়া এ পর্যন্ত বিএনপি ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক দলের সাথেও সংলাপ অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত রোববার আ স ম আবদুর রব নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে সংলাপ করে বিএনপি।