‘সরকার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে’
সরকার এক দলীয় কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘিরে শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে শহরের পুনিয়াউটে বিএনপির কেন্দ্রীয় অর্থনীতিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে করোনা হেল্প সেল উদ্বোধন ও করোনার চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার এই সরকারের মূল উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য বিএনপিকে নির্মূল করা। আর সে জন্যই সরকারের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন আর সেই সঙ্গে বিভিন্ন মহলে চাপ সৃষ্টি করছেন।
রিজভী আরও বলেন, সরকার করোনা পরিস্থিতি সামাল দিতে কার্যকরী কোনো পদক্ষেপ না নিয়ে গলাবাজিতে ব্যস্ত রয়েছে। আর বিএনপি নিজেদের পকেটের টাকা খরচ করে নিজস্ব অর্থায়নে করোনার সময়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, বিএনপিনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
পরে করোনায় আক্রান্তদের সেবায় অক্সিজেন সিলিন্ডারসহ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এদিকে ঢকায় মোহাম্মদপুরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল ও গরিব অসহায়দের মধ্যে রান্না করা খাদ্য বিতরণ করা হয়।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমানের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আসাদুল করিম শাহীন, যুবদলনেতা জাকির হোসেন নান্নু, মৎস্যজীবি দলের নেতা আবদুর রহিম, জাসাস নেতা জাকির হোসেন রুকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।