সরকার বাইরে সভা করার অধিকার হরণ করেছে : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, ‘বাইরে আমরা একটা সভা করব সেই অধিকারটুকু আমাদের নাই। আমাদের সেই অধিকার এই ফ্যাসিস্ট সরকার হরণ করে নিয়ে গেছে। আমাদেরকে সেই অধিকার আদায় করতে হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘আমাদেরকে কথা বলার অধিকার আদায় করতে হবে। রাজপথে মিছিল করার অধিকার আদায় করতে হবে। রাজপথে মিছিল করে ভোটের অধিকার আদায় করতে হবে। এই সরকারের পতনের ব্যবস্থা করতে হবে।’
সরকারের সমালোচনা করে বিএনপিনেতা বলেন, ‘আওয়ামী লীগের নেতারা কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ছেন। তাদেরকে বলব, দয়া করে কাঁচের ঘর থেকে বাইরে আসুন। পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী না নিয়ে স্বাভাবিক চলাফেরা করুন। দেখুন মানুষ কি করে! আমরা এখনো যেখানে যাই আল্লাহর রহমতে মানুষ আমাদের ফুল দেয়।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এক সময় শ্রমিক দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। তখন শ্রমিকদল ছিল খুব শক্তিশালী। ছাত্রদল তার অবস্থানে খুব শক্তিশালী ছিল। তখন যুবদল, ছাত্রদল ও শ্রমিকদল ছাড়া কোনো আন্দোলন হতো না। কিন্তু এখন সেই শ্রমিকদল নেই।’ তিনি বলেন, ‘আমরা তখন পদের পেছনে দৌড়াইনি। পদ-পদবী আমাদের পেছনে দৌড়াইছে। আমাদের কাজ করতে কোনো পদ দরকার হয়নি। এখন শুনছি মাছ খায়, বিকাশ খায়। আমাদের দলে এগুলো ঢুকে গেছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে।’ এ সময় তিনি শ্রমিকদল পুনর্গঠনের ব্যাপারেও আশ্বাস দেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি কাজী আমীর খসরুর সভাপতিত্বে ও মহানগর উত্তর শ্রমিকদলের সভাপতি খন্দকার জুলফিকার মতিনের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মামুনুজ্জামান ফিরোজ মোল্লা, শ্রমিকদলের উপদেষ্টা আবুল খায়ের খাজা, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, সিনিয়র সহসভাপতি সুমন ভূঁইয়া প্রমুখ।