সরকার বেগম জিয়াকে বেঁচে থাকতে দিতে চায় না : প্রিন্স
এই অনির্বাচিত স্বৈরাচারি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন বেগম খালেদা জিয়া। এই সরকার বেগম জিয়াকে সুস্থ হতে ও বেঁচে থাকতে দিতে চায় না। জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কিশোরগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিতব্য সমাবেশকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রিন্স তাঁর বক্তব্যে এ কথা বলেন।
এ সময় জেলা শহরের আজিমউদ্দিন হাইস্কুল মাঠে আগামীকালের বিএনপির সমাবেশ সফল করার জন্য কিশোরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এমরান সালেহ প্রিন্স বলেন, চলমান দুঃশাসন থেকে পরিত্রাণের জন্যই বিএনপির চলমান কর্মসূচি চলছে। এই কর্মসূচি শুধু বেগম জিয়ার মুক্তি ও সুস্থতার জন্য নয়, এই কর্মসূচি দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে মত বিনিময় সভায় কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা ও রুহুল হোসাইন, সিনিয়র সহসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।