সরকার ভয়ে নয়াপল্টনে তাণ্ডব চালিয়েছে : গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক চালু করুন, অন্যথায় মানুষ আদায় করে নেবে। আমরা নয়টা খেলায় জয়লাভ করেছি। এটি দশম খেলা। আমরা প্রত্যেক খেলায় জয়লাভ করেছি। আমরা বলেছি, আমরা কোনো কাজ রাতে করব না, দিনে করব। সরকার ভয়ে নয়াপল্টনে তাণ্ডব চালিয়েছে। গত পাঁচদিনে নয়াপল্টনে মানুষ নেই। পুলিশ বাহিনী আমাদের পার্টি অফিস দখল করে রেখেছে।
রাজধানীতে বিএনপির গণসমাবেশে আজ শনিবার তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, আমরা সরকারকে এ সমাবেশ থেকেই বলতে চাই, কোন পথ দিয়ে যাবেন, চলে যান। যদি না যান তাহলে কীভাবে যেতে হয় তা আমরা দেখাব। আমরা শান্তিপ্রিয়। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই। দেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, এখন মানুষ যুদ্ধ করবে গণতন্ত্রের জন্য। দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। তারই দল বিএনপি।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নয় বছর আন্দোলন করেছিলেন খালেদা জিয়া। সেই নেত্রী এখন বন্দি। গণতন্ত্রের মা আজ বন্দি। আন্দোলন করেই তাঁকে মুক্ত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে নেই। তাতেই শেখ হাসিনার কম্পন শুরু হয়েছে। লুটেরাদের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। বিএনপির সাতজন এমপি পদত্যাগ করেছেন। এখন আওয়ামী লীগকে বলব আপনারা পদত্যাগ করেন। আর যদি না করেন তাহলে জনগণ আপনাদের নামিয়ে আনবে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করে রাষ্ট্রপতিকে বলব, দেশের গণতন্ত্র চালু করুন। অন্যথায় মানুষ আদায় করে নিবে। সরকার ভয় পেয়ে আমাদের ওপর নারকীয় তাণ্ডব চালিয়েছে। কিন্তু আমাদের সমাবেশ বন্ধ করতে পারেনি। বরং মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এখন সরকার পতনের এক দফা আন্দোলন করব।