সরকার ভয় পেয়ে আমাদের ওপর নারকীয় তাণ্ডব চালিয়েছে : সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকার ভয় পেয়ে আমাদের ওপর নারকীয় তাণ্ডব চালিয়েছে। কিন্তু আমাদের সমাবেশ বন্ধ করতে পারেনি। বরং মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এখন সরকার পতনের এক দফা আন্দোলন করব।
আজ শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত বিএনপির গণসমাবেশে সেলিমা রহমান এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে সরকার নিজেদের পতনের হুমকি মনে করেছে। এ কারণে তারা নারকীয় তাণ্ডব চালিয়েছে। সরকার ভয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সমাবেশের কাণ্ডারি মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করেছে। কিন্তু ঢাকা বিভাগের মানুষ ভয় পায়নি। বরং লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছে।’
সেলিমা রহমান আরও বলেন, ‘এত অত্যাচার নির্যাতনের পরও জনগণ ঘুরে দাঁড়িয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্যই আমরা আন্দোলন করছি। কিন্তু সরকার এত ভয় পেয়েছে যে, তাঁরা মনে করেছিল গদি নড়ে যাবে। এ ভয়ে নির্যাতন শুরু করেছে।’
স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দেশের জনগণ জেগে উঠেছে। দেশের মানুষ আর বাসায় ফিরে যাবে না। এ সরকারের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে এক দফা আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। তারেক রহমানের নেত্বত্বে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। একদফা আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে।’