সরিষাবাড়ীতে প্রতিবন্ধীকে নির্যাতন, বিচারের দাবিতে মানববন্ধন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মানসিক ভারসাম্যহীন যুবক মো. রাসেল মিয়াকে (২২) চোরের অপবাদ দিয়ে মারধর করায় অভিযুক্ত শিপন মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার পোগলদিঘা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে আব্দুর রশিদ, স্থানীয় ওয়ার্ড সদস্য মো. জামাল উদ্দিন, শাহনাজ পারভীন, মোস্তাফিজুর রহমান সোনা, শাহীনুর রহমান আজাদ বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যার পর উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশের মোড় এলাকার শিপন, দোকানদার ফিরোজ, হৃদয়, ইলিয়াসসহ কয়েকজন শুক্কুর আলীর মানসিক ভারসাম্যহীন ছেলে মো. রাসেল মিয়াকে বিনা কারণে চোরের অপবাদ দিয়ে মারধর করে। এতে তাঁর পাজরের দুটি হাড় ভেঙে যায়। ধারালো যন্ত্র দিয়ে নখ উপরে ফেলা হয়। দীর্ঘদিন সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে নিজ বাড়িতে মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেও কোনো লাভ হয়নি। বরং আসামিরা প্রকাশ্যে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। এলাকাবাসী দ্রুত আসামিদের ধরতে প্রশাসনের আন্তরিকতার দাবি জানান।