সর্বস্তরের শ্রদ্ধা ভালবাসায় চিরনিদ্রায় শায়িত মাসুম আজিজ
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালবাসায় জন্মস্থান পাবনার ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নাট্য নির্মাতা মাসুম আজিজ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে জানাজার নামাজ শেষে তাঁর পূর্বইচ্ছানুযায়ী ফরিদপুর পৌর এলাকার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় মরদেহ।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মাসুম আজিজের মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি ফরিদপুর পৌর সদরের খলিসাদহ এলাকায় পৌঁছায়। সেখানে স্বজন ও প্রতিবেশিরা শেষবারের মতো দেখতে ভিড় করে। সেখান থেকে রাত পৌনে ৯টার দিকে মরদেহ নেওয়া হয় ফরিদপুর পৌর সদরে বীরমুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান মুক্তমঞ্চে। সেখানে মাসুম আজিজের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে রাত ৯টার দিকে জানাজার নামাজ শেষে মরদেহ দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার বেলা ৩টায় ঢাকা থেকে আরিচা-কাজিরহাট নৌপথ হয়ে মরদেহ নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা হন স্বজনরা।
জানাজা নামাজের আগে বক্তারা বলেন, মাসুম আজিজ একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে ফরিদপুরে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে যুব সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর মৃত্যুতে এক দেশপ্রেমিককে হারাল এ দেশের মানুষ। তাঁর শূন্যতা পূরণ হবার নয়। মাসুম আজিজের চিন্তা, চেতনা ও আদর্শ ধারণ করতে পারলে তাঁর আত্মা শান্তি পাবে।
এ সময় ফরিদপুর পৌরসভা মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ বলেন, ‘মাসুম আজিজের মৃত্যুতে পাববনাবাসীসহ সবাই আমরা গভীর শোকে আছি। তাঁর মৃত্যুতে অপূরণীয় এক ক্ষতি হয়েছে যা, আমরা পোষাতে পারবো না।’