সাংবাদিকদের পেশাদারত্ব রপ্ত করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
‘সাংবাদিকদের পেশাদারত্ব রপ্ত করতে হবে’ বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘প্রেসকে আমরা ছায়া সরকার বলে থাকি। কারণ, তাঁরা আমাদের সমাজের বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরতে পারেন।’
মেহেরপুর প্রেসক্লাবের গৌরবের অর্ধ-শতবর্ষ পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল শনিবার রাতে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন বলেন, ‘আমরা মনে করি—আমাদের সমৃদ্ধ প্রেস, আমাদের সময়ের দাবি। সেখানে যাঁরা কাজ করছেন, তাঁরা যেন সব ধরনের সুযোগ-সুবিধা পান, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।’
প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌরসভার মেয়র মাহফিজুর রহমান রিটন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
৫০ বছরে প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের পরিবারের হাতে মরণোত্তর ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ ছাড়া প্রেসক্লাবের স্মারকগ্রন্থ ‘উপলব্ধি’র মোড়ক উন্মোচন করেন প্রতিমন্ত্রী।