সাংসদের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘোষণায় থানায় জিডি
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ি পুড়িয়ে দেওয়ার প্রকাশ্য ঘোষণায় নাটোরের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর সৃষ্টি হয়েছে উত্তেজনা।
এ বিষয়ে গতকাল শনিবার রাতে উপজেলার চান্দাই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার উদ্দিন মোল্লা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ উঠেছে, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়ারগারফা এলাকার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এদিন তিনি স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের গাড়ি পুড়িয়ে দিতে নিজ সমর্থকদের নির্দেশ দেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, জিডি রেকর্ড করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, সাংসদ আব্দুল কুদ্দুস নৌকার বিপক্ষে কাজ করেন। সে কারণে তিনি এ ঘোষণা দিয়েছেন।