সাগরে জাহাজডুবি : ৪ জনের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সুলতান সানজার নামে একটি লাইটার জাহাজডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ছাড়া তিনজন জীবিত উদ্ধার হলেও দুই স্টাফ এখনও নিখোঁজ।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজের সঙ্গে আকিজ লজিস্টিকস-২৩ নামে আরেকটি লাইটার জাহাজের সংঘর্ষ হয়। এতে পাথর বোঝাই ‘সুলতান সানজার’ জাহাজটি ডুবে যায়।
কোস্টগার্ড জাহাজ অপুর্ব বাংলার চিফ অফিসার লে. কর্নেল ইফতেখার আলম বলেন, ‘লাইটার সুলতান সানজার ডুবে যাওয়ার সময় নয়জন স্টাফ জাহাজে ছিলেন। পরে তিন স্টাফ সাঁতরে উঠে আসেন। নিখোঁজ ছয়জনের মধ্যে চারজনের মরদেহ ভেসে উঠলে শুক্রবার উদ্ধার করা হয়। বাকি দুই স্টাফ এখনও নিখোঁজ রয়েছেন।’
বেঁচে যাওয়া স্টাফ রিপন বলেন, ‘সংঘর্ষে মুহূর্তের মধ্যে এমভি সুলতান সানজার জাহাজটি ডুবে যায়। ওপরে থাকায় লাফ দিয়ে সাঁতার কেটে কূলে উঠি। ঘটনার দুদিন পর চারজনের মরদেহ উদ্বার করা হয়েছে।’
নিখোঁজ স্টাফদের স্বজন বদিউল আলম বলেন, ‘দুভাই শিমুল মাস্টার ও শুকানি জাহিদুলকে হন্যে হয়ে খুজছি।’
নিখোঁজদের সন্ধানে নৌ-বাহিনী ও কোস্টগার্ড কাজ করছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।