সাজা খেটে ভারতে ফিরলেন তিনজন
দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দুই নারীসহ মোট তিনজনকে ভারতের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তারা দীর্ঘদিন ধরে দিনাজপুর ও নীলফামারী জেলে বন্দি ছিলেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ভারতে হস্তান্তরকৃত ব্যক্তিরা হলেন গুজরাট রাজ্যের আহমেদাবাদ জেলার কমল থানাধীন বায়োনগর গ্রামের ললতা সিংহের ছেলে রাজপুত চন্দ্রভান সিংহ (৪২), পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানাধীন তেলিপাড়া গ্রামের মনছুর আলীর স্ত্রী গুলশান বিবি (৪৫) ও পশ্চিম মেদেনীপুর জেলার দমদম গ্রামের শেখর রায়ের মেয়ে ঐশী রায় (২২)।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী বলেন, ‘ওই তিনজন ভারতীয় বিভিন্ন সময় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ এনে মামলা করে। এদের মধ্যে রাজপুত চন্দ্রভান ২০০৯ সালে কাজের সন্ধানে নীলফামারীর চিলাহাটি সীমান্ত দিয়ে প্রবেশ করেন। তিনি ১৪ বছর নীলফামারী জেলে আটক থাকার পর আজ তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়াও ঐশী রায় ২০১৮ সালে মামার সঙ্গে বাংলাদেশে বেড়াতে এসে আটক হলে তিন বছর জেলে থাকেন। ২০২০ সালে গুলশান বিবি দিনাজপুরের খানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেন। তিনি ১১ মাস সাজা ভোগ করেন।’
ওসি আরও জানান, আটক ভারতীয়দের সাজার মেয়াদ শেষ হলে দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাদের ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শিপ্রা রায়ের কাছে হস্তান্তর করা হয়।