সাতকানিয়ায় পুত্রবধূর ছুরিকাঘাতে আহত শাশুড়ির মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় পুত্রবধূর ছুরিকাঘাতে আহত শাশুড়ি তিনদিন পর মারা গেছেন। মারা যাওয়া শাশুড়ির নাম রোকেয়া বেগম (৫৫)। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় তাঁর মৃত্যু হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রোকেয়া বেগম সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকার ইলিয়াছ চৌধুরীর স্ত্রী।
এর আগে গত ২১ জুন পারিবারিক কলহের জের ধরে ছেলে গিয়াস উদ্দিন চৌধুরীর স্ত্রী নাজমিন বেগম (২৩) রোকেয়া বেগমকে ছুরিকাঘাত ও মারধর করেন। আহত অবস্থায় রোকেয়া আকতারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে ঘটনার দিন অভিযোগ পেয়ে সাতকানিয়া থানা পুলিশ নাজমিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হেসেন বলেন, গৃহবধূর মারধরে শাশুড়ি আহত হওয়ার বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। হামলাকারী নাজমিন বেগম কারাগারে আছে। এখন ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। পুরো বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।