সাতকানিয়ায় বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত
সাতকানিয়ায় একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ১৫ জন বাসযাত্রী। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার খুনি বটতলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপারভাইজারের নাম মনির উদ্দীন (৩০)। তিনি কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা এলাকার আবু বক্করের ছেলে।
আহতদের মধ্যে আমিরা বেগম (১৪), আনোয়ারা বেগম (৫৫), নেজাম উদ্দীন (৩২) ও আবদুল হাকিমের (৭৫) অবস্থা আশঙ্কাজনক। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। বাসটি দুপুর পৌনে ১২টার দিকে খুনি বটতলের অদূরে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ সামনে আসে। ওই অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে বাসটি মহাসড়কের পশ্চিম পাশের খাদে পড়ে যায়। ঘটনার পরপর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় তিনটি রেকার দিয়ে বাসটি উদ্ধার করে। পরে বাসের ভেতর থেকে সুপারভাইজার মনিরের লাশ উদ্ধার করা হয়।
উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় মনিরের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।’