সাতকানিয়ায় সাজাপ্রাপ্তসহ ৭ আসামি গ্রেপ্তার
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট সাতজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামি হলেন উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরী এলাকার জসিম উদ্দিন (৩০)। তার বিরুদ্ধে একটি মামলায় আদালত সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছিলেন। পলাতক অন্য আসামিরা হলেন পুরানগড় ইউনিয়নের সখি আলম (৫০), মৈশামুড়া এলাকার মো. নাছির উদ্দিন (৫২), পুরানগড় ফকিরখীল এলাকার সমিরণ দাশ (৩৩), কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা এলাকার মো. আকিব (২২), মৈশামুড়া এলাকার মো. জসিম উদ্দিন (৩৪) ও বাজালিয়া ইউনিয়নের শাহ আলম (৪০)।
ওসি আনোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন, এসআই রমজান আলী, সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হাসান ও এএসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করে।’
গেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।