সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত চালকের মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতের পাঁচ দিন পর চালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ সাদেক (২০)। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৯ জুন রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার রোড ভিউ রেস্টুরেন্টের সামনে মুরগিবাহী একটি গাড়ি উল্টে ওই গাড়ির চালক মোহাম্মদ সাদেক আহত হন।
গুরুতর আহত সাদেককে স্থানীয়রা উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।