সাতকানিয়ায় ২০ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৪
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এ সময় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া উপজেলার বানিয়াপাড়ার মোহাম্মদ চৌধুরী (২৯), টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার নুরুল কবির (২৪) ও একই উপজেলার আলিয়াবাদ এলাকার দিলুয়ারা বেগম (৩৫) ও কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সিংরাই ইউনিয়নের আবুল কালাম আজাদ প্রকাশ জিসান ( ২১)।
গতকাল সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেমোহনী ও একই সড়কের মৌলভীর দোকান এলাকায় এই পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি মিনি পিকআপ জব্দ করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন গতকাল রাত আনুমানিক ৩টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চেচিসের সঙ্গে চেম্বার লাগিয়ে বিশেষ কায়দায় পাচারকালে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। সেইসঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মানিক নামের অপর একজন পালিয়ে যান। এ বিষয়ে থানা সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে।
অপরদিকে, এ অভিযানের এক ঘণ্টা আগে একই সড়কে এএসআই মারুফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মৌলভীর দোকান এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মিনি পিকআপের স্টিয়ারিংয়ের নিচে বিশেষ কায়দায় রাখা তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। সেইসঙ্গে ইয়াবা পাচারের অভিযোগে জিসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আনোয়ার হোসেন আরও বলেন, ‘মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।’