সাতক্ষীরায় অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি
সাতক্ষীরায় অগ্নিকাণ্ডে রাধাকৃষ্ণ বস্ত্রালয় নামের একটি কাপড়ের দোকান ভস্মীভূত হয়ে গেছে। গতকাল শনিবার (২২ এপ্রিল) দিনগত রাত ৩টায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
অগ্নিকাণ্ডের পর তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ্ ও উপজেলা চেয়ারম্যান সনৎ কুমার ভস্মীভূত দোকানটি পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক দেবাশীষ দেবনাথ জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। গতকাল গভীর রাতে কে বা কারা দোকানে ঢুকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় আগুন ধরিয়ে দেয়। গভীর রাত হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা কেউ জানতে পারেনি। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে তিনি তালা থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করেছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পক্ষ থেকে মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।