সাতক্ষীরায় আজ যেসব এলাকায় ঈদুল ফিতর উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার বেশ কয়েকটি এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরার ঘোনা ইউনিয়নের ভাড়ুখালি এলাকায় প্রায় অর্ধশতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এছাড়া সদর উপজেলাসহ সবগুলো উপজেলার বেশ কয়েকটি জায়গায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হয়।
আজ সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ভাড়খালি বাজার এলাকায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি ও খুৎবা পাঠ করেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।
মুসল্লিরা সাংবাদিকদের বলেন, ‘১৯৮৬ সালে জর্ডানের আম্মান শহরে ওআইসির সম্মেলনে সমগ্র মুসলিম জাতিকে নিয়ে যে রেজুলেশন হয়েছিল তাতে বাংলাদেশ স্বাক্ষর করলেও তা আজও বাস্তবায়িত হয়নি। ঈদ ও রোজা একই সময়ে হবার কথা অথচ তা আলাদাভাবে পালিত হচ্ছে।’ ভেদাভেদ ভুলে সমগ্র মুসলমান জাতিকে একত্রিত হবার আহ্বান জানিয়েছেন মুসল্লিরা।