সাতক্ষীরায় উপসর্গে মৃত চার, নতুন শনাক্ত ৭৭
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়ে ৭৪ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৩৫৪ জনের মৃত্যু হলো।
আজ শুক্রবার সকালে শেষ হওয়া গত ২৪ ঘণ্টায় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৫১ শতাংশ। এর আগের সাতদিনে করোনা শনাক্তের হার ছিল যথাক্রমে ৪৯ দশমিক ০৫, ৩০ দশমিক ৮৬, ২৭ দশমিক ৫০, ২৮ দশমিক ২, ৩২ দশমিক ৭২, ২৭ দশমিক ০৪ ও ৩০ দশমিক ৩৭ শতাংশ।
এদিকে বিশেষ লকডাউনের দ্বিতীয় দিন আজ শুক্রবার শহরে সেনাসদস্য, বিজিবি ও পুলিশ টহলে রয়েছে। জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির এবং পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান তাদের সঙ্গে থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। দোকানপাটসহ সব কিছু বন্ধ রয়েছে। লোকজনের উপস্থিতিও কম। শহরজুড়ে রয়েছে পুলিশের ব্যারিকেড। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে আসছে না।