সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে খোলপেটুয়া নদীতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে স্থানীয় ছয়টি নৌকা।
শ্যামনগরের নীলডুমুর উন্নয়ন সংঘের আয়োজনে এই নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ‘গাবুরা হীরের তরী’। এ ছাড়া রানার্সআপ হয়েছে ‘সোনারতরী’ আর তৃতীয় স্থান অধিকার করেছে ‘পুঁইজালা’।
ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ফারুক হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় আরও উপস্থিত ছিলেন ১৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান, সহকারী বন সংরক্ষক ইকবার হোসাইন চৌধুরী, সাংবাদিক আকবর কবির, ভবতোষ মণ্ডল প্রমুখ।