সাতক্ষীরায় করোনার উপসর্গে মৃত ৯, লকডাউনেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত
সাতক্ষীরায় আজ শনিবার সকাল পর্যন্ত এক দিনে করোনার উপসর্গে চিকিৎসাধীন ৯ জনের মৃত্যু হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে তিন সপ্তাহের মধ্যে এক দিনে সবচেয়ে কম ২৭ দশমিক শূন্য ৪ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৩৭ শতাংশ।
এদিকে, সাতক্ষীরায় চলমান লকডাউনের চতুর্থ সপ্তাহের দ্বিতীয় দিন আজ শনিবারও লকডাউন চলছে হেলাফেলাভাবে। সড়কে ভারী যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। স্বাস্থ্যবিধি না মেনে মানুষ চলাফেরা করছে, হাট-বাজার করছে।
এ ছাড়া বেলা ১১ টার পর সব দোকানপাট বন্ধ থাকলেও লুকোচুরি করে চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেড মানছে না কেউ।
এদিকে, করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন এবং শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে ১৪ জনসহ ৪১ জন চিকিৎসাধীন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ২৫৪ জন এবং বেসরকারি হাসপাতালে ১২০ জন ভর্তি আছে। সাতক্ষীরায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ জনের। আর, করোনার উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩১৩ জন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লঙ্ঘন করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জেলার সাত উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণেরর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে ব্যারিকেড বসিয়েছে।