সাতক্ষীরায় করোনার উপসর্গে মৃত ৯
সাতক্ষীরায় গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও নয় জন। এর আগের দিন মৃতের সংখ্যা ছিল পাঁচ। এখন পর্যন্ত জেলায় করোনার উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯৩ জনে।
এদিকে, আজ বুধবার সকাল পর্যন্ত ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শতাংশের হিসাবে তা দাঁড়ায় ৭ দশমিক ৩৬ , যা ছিল এতদিনের মধ্যে সবচেয়ে কম। এর আগের দিন এই হার ছিল ২৬ দশমিক শূন্য ৩। সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সরকারি মেডিকেল কলেজের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদ আনোয়ার জানান, এর আগের গত ১০ দিনে আক্রান্তের হার ছিল যথাক্রমে ১২ দশমিক ৮ শতাংশ, ১৭ দশমিক ৬৯, ৩০ দশমিক ৮৬, ২৭ দশমিক ৫০ শতাংশ, ২৮ দশমিক ২ শতাংশ, ৩২ দশমিক ৭২ শতাংশ, ২৭ দশমিক শূন্য ৪ শতাংশ, ৩০ দশমিক ৩৭ শতাংশ, ৩৮ দশমিক ৫১ শতাংশ ও ৪৯ দশমিক ০৫ শতাংশ। এই দশ দিনে উপসর্গে মারা যান ৩৭১ জন এবং করোনা শনাক্ত হয়ে মারা গেছে মোট ৭৬ জন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। অপরদিকে, করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৪১০ জন।
অন্যদিকে, কঠোর লকডাউনের সপ্তম দিন আজ বুধবার শহরে যানবাহন ও জনচলাচলে আধিক্য লক্ষ করা গেছে। পুলিশ, বিজিবি ও সেনা সদস্যেরা টহল দিয়ে বাড়তি জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছেন। একইসঙ্গে তারা জনগণকে সুরক্ষা পেতে মাস্ক ব্যবহারের আহ্বান জানাচ্ছেন।