সাতক্ষীরায় করোনায় ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
সাতক্ষীরায় করোনার সংক্রমণ বেড়েই চলছে। প্রতিদিন করোনা শনাক্ত হয়ে অথবা উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। এখন পর্যন্ত একদিনে সর্বাধিক ১৪ জন এবং প্রায় প্রতিদিনই সাত থেকে আট জন রোগীর মৃত্যু হচ্ছে। এর মধ্যে আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ও উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের করোনা শনাক্ত করা হয়েছিল এবং বাকি চার জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৮০ শতাংশ। এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে একদিনে এটিই সর্বনিম্ন শনাক্তের হার। এর আগের নয় দিনে শনাক্তের হার ছিল যথাক্রমে ১৭ দশমিক ৬৯ শতাংশ, ৩০ দশমিক ৮৬ শতাংশ, ২৭ দশমিক ৫০ শতাংশ, ২৮ দশমিক ২ শতাংশ, ৩২ দশমিক ৭২ শতাংশ, ২৭ দশমিক শূন্য ৪ শতাংশ, ৩০ দশমিক ৩৭ শতাংশ, ৩৮ দশমিক ৫১ শতাংশ ও ৪৯ দশমিক শূন্য ৫ শতাংশ। ১০ দিনের এই হিসেবে শনাক্তের গড় হার দাঁড়ায় ২৯ দশমিক ৪৭ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এক জন করোনা পজিটিভ হয়ে এবং চার জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২১ জন এবং বেসরকারি মেডিকেলে আরও ১৬ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ৪০৩ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, সাতক্ষীরায় করোনায় আক্রান্ত হয়ে গত এক বছরে ৭৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ জন। বর্তমানে জেলাব্যাপী ৮৮০ জন করোনা রোগী হাসপাতালসহ কোয়ারেন্টিনে চিকিৎসাধীন।