সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আটজনের মৃত্যু
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল ছাড়াও জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। সব হাসপাতালের প্রতিদিনের রিপোর্ট সমন্বয় করা হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ে। ফলে জনগণের ভোগান্তি কিছুটা হলেও কমেছে।
আজ বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় হাসপাতালে করোনায় একজন মারা গেছে। আরও সাতজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, দেবহাটা, তালা ও কলারোয়া হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে।
লকডাউন থাকায় মানুষের ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সিভিল সার্জন আরও জানান, এই সময়ে ২৮১ জনের নমুনা পরীক্ষা করে ৭৭ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪ শতাংশ। গত দুই সপ্তাহের মধ্যে এই শনাক্তের হার সবচেয়ে কম।