সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস ও এর উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় আট জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনা শনাক্ত অবস্থায় একজন এবং সাত জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
এদিকে, সাতক্ষীরায় চলমান লকডাউনের চতুর্থ সপ্তাহের প্রথম দিন আজ শুক্রবার। গতকাল বৃহস্পতিবার করোনা প্রতিরোধ-বিষয়ক এক বৈঠকে চতুর্থ দফায় মেয়াদ বাড়ানো হয় আরও সাত দিন। চতুর্থ সপ্তাহের এই লকডাউন চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
অন্যদিকে, সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১৫৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৪৮ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সকালে শেষ হওয়া গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৩৭ শতাংশ। এ সময়ের মধ্যে করোনা পজিটিভ অবস্থায় মারা গেছেন একজন। আর, করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন।
করোনা পজিটিভ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে ১৪ জনসহ মোট ৪০ জন চিকিৎসাধীন। করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ৪০৭ জন সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টিনে চিকিৎসাধীন। সাতক্ষীরায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ জনের। অপরদিকে, করোনা উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩০৪ জন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির জানিয়েছেন, করোনা সংক্রমণের হার না কমা পর্যন্ত লকডাউন থাকতে পারে।
অপরদিকে, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লঙ্ঘন করছে। তবে, আইনশৃঙ্খলা বাহিনী জেলার সাতটি উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে বসিয়েছে ব্যারিকেড।