সাতক্ষীরায় ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
সাতক্ষীরার শ্যামনগরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (১৪ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে তাকে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আব্দুস সবুর শ্যামনগরের ১৬৩ নং পূর্ব রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক মো. শাখাওয়াত হোসেন জানান, গত তিন দিন যাবত ওই প্রধান শিক্ষক আত্মগোপনে ছিলেন। তাকে খুঁজে পেতে বেশ কয়েকটি অভিযান চালিয়েও ব্যর্থ হয় পুলিশ। অবশেষে গতকাল রাতে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, শ্যামনগর উপজেলার সোরা গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে বিয়ের প্রলোভনে ৬ মাস যাবত শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিলেন প্রধান শিক্ষক আব্দুস সবুর। একপর্যায়ে ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার পরিবার আব্দুস সবুরকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু তিনি তা অস্বীকার করায় প্রতিবন্ধী ওই যুবতীর ভাই নেসার আলী বাদী হয়ে শ্যামনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানিয়েছেন, ‘প্রধান শিক্ষক আব্দুস সবুর সম্প্রতি বেশ কয়েকবার স্কুলছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় সালিশে মুচলেকা দিয়েছেন। কয়েকদিন আগে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় গতকাল আমরা তাকে গ্রেপ্তার করেছি। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষিতা ওই যুবতীকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’