সাতক্ষীরায় নতুন বই পেল ৫ লাখ ১৮ হাজার শিক্ষার্থী
সাতক্ষীরায় নতুন বছরে পাঁচ লাখ ১৮ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ রোববার সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এই বই বিতরণ করা হয়। যদিও সব বই হাতে না পাওয়ায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তিনটি করে বই বিরতণ করা হয়েছে।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টায় আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক হুমায়ুন কবির এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকারসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার জানান, প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসাসহ মোট এক হাজার ৬০৭টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ এই বই বিতরণ করা হয়। এর মধ্যে এক হাজার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ ৩৮ হাজার ৪৬৫ জন শিক্ষার্থীর মধ্যে সাত লাখ ১৫ হাজার ৩৯৫টি বই বিনামূল্যে দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০৮টি মাধ্যমিক স্কুল ও ২১৫টি মাদ্রাসায় দুই লাখ ৮০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৩০ লাখ ৮০ হাজার বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
অজিত কুমার সরকার আরও জানান, প্রাক-প্রাথমিকের ৩৮ হাজার ১৪১ জন শিক্ষার্থীর জন্য একটি করে বই বরাদ্দ থাকলেও তা হাতে না পাওয়ায় আজ সবাইকে একটি করে খাতা দেওয়া হয়েছে। অন্যদিকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ছয়টি করে বই দেওয়ার কথা থাকলেও তা না পাওয়ায় আজ ৩টি করে বই দেওয়া হয়েছে।