সাতক্ষীরায় নদীতে প্রাইভেটকার, নিহত ২
সাতক্ষীরার শ্যামনগরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরীপুরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে চুনা নদীতে ছিটকে পড়ে।
নিহতরা হলেন গুমনতলী গ্রামের আরাফাত মোল্লা (২২) ও ইব্রাহিম হোসেন(২৩)। হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। এ দুর্ঘটনায় আহতরা হলেন ইমাম হাসান, মো. সাইফুল্লাহ ও রবিউল ইসলাম।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, আরাফাত মোল্লা সন্ধ্যায় খেলাধুলা শেষে নিজেদের প্রাইভেটকারে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। ঈশ্বরীপুরের শওকতনগর এলাকায় এলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে চুনা নদীতে পড়ে যায়। স্থানীয়রা প্রাইভেটকারসহ তাদের উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, মরদেহদুটি থানায় আনা হয়েছে। প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। আগামীকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।