সাতক্ষীরায় নাশকতার চার মামলার আসামি খুন
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামে থেকে নাশকতার চার মামলার আসামি গোলাম রসুল ওরফে ডাবলু সরদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীউলার জালাল সরদারের মাছের ঘেরের পাশেই প্রধান সড়কের ধারে লাশটি পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। ডাবলু সরদারকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার দেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন এবং গলায় দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
আশাশুনি থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত সরকার জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, বুধবার ওই এলাকায় একটি মাহফিলে যেতে বাড়ি থেকে বিকেল ৪টার দিকে বেরিয়ে যান শ্রীউলা গ্রামের কোহিনূর সরদারের ছেলে ডাবলু সরদার। রাত ১০টা পর্যন্ত তিনি মাহফিলে থাকলেও পরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে তার লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
বিশ্বজিত সরকার আরও জানান, গোলাম রসুল ওরফে ডাবলু সরদারের বিরুদ্ধে চারটি নাশকতার মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।