সাতক্ষীরায় ভুয়া স্ট্যাম্প ও কোর্ট-ফিসহ চার প্রতারক গ্রেপ্তার
সাতক্ষীরায় জাল স্ট্যাম্প ও কোর্ট-ফিসহ চার প্রতারককে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ। আজ সোমবার সকালে আটকের পর তাদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়। পরে এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় দুটি মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আজ সকালে জেলার রেজিস্ট্রি অফিসপাড়ায় একটি অভিযান চালায়। অভিযানে রবি ও শাহজাহান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে বিপুল জাল স্ট্যাম্প পাওয়া যায়। এসব স্ট্যাম্প বিভিন্ন মামলা ও জালিয়াতির মাধ্যমে জমি কেনাবেচার কাজে ব্যবহৃত হতো।’
ইয়াসিন আলম চৌধুরী আরও জানান, জেলার নিউমার্কেট এলাকা থেকে শওকত ও রুস্তম আলী নামের আরও দুই প্রতারককে জাল কোর্ট-ফিসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় দুটি পৃথক মামলা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।