সাতক্ষীরায় ভোক্তা অধিকার আইন সেমিনার
‘ভেজাল পণ্য পরিহার করুন, ন্যায্যমূল্যে পণ্য বেচাকেনা নিশ্চিত করুন’ এমন আহ্বান জানিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত এক সেমিনারে ভোক্তা সাধারণকে সচেতন করে তুলতে হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন ও অবহিতকরণ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
সেমিনারে বক্তারা বলেন, সমাজের এক শ্রেণির সুবিধাভোগী মানুষ যেমন খাদ্যপণ্যসহ সব কিছুতেই ভেজাল দিচ্ছে এবং তা গণহারে বিক্রি করছে, তেমনি ব্যবসায়ীরা লুটে নিচ্ছে টাকা। ভেজাল খাদ্যের কারণে আমাদের জনস্বাস্থ্য নানা রোগের ঝুঁকির মধ্যে পড়ছে। একইসঙ্গে ভেজাল ওষুধ ব্যবহার করে আমাদের রোগ যন্ত্রণাকে বাড়িয়ে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। নকল ও ভেজাল পণ্যসামগ্রী আমাদের নির্মাণ অবকাঠামোতে ধস নামিয়ে দিচ্ছে। এতে দেশের আর্থ সামাজিক অবস্থার ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এসব কারণে ভেজাল খাদ্য ও অন্যান্য নকল পণ্য উৎপাদন ও তা বেচাকেনা বন্ধ করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভোক্তা অধিকার আইন প্রয়োগে আরও কঠোর হতে হবে। বাজারে লিফলেট বিতরণ, ন্যায্য মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। ওজনে কারচুপির বিরুদ্ধেও নিতে হবে ব্যবস্থা। আইন লঙ্ঘনকারীকে উপযুক্ত সাজা দিতে হবে। এজন্য চাই সামাজিক আন্দোলন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যাখ্যা দেওয়া হয়। এ আইন প্রয়োগের কলাকৌশলও তুলে ধরা হয়।
সেমিনারে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. নুরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, হোটেল মালিক সমিতির মো. শাহ আলম, জেলা মার্কেটিং অফিসার, মুদি ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী এবং কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার কর্মকর্তা সাকিবুর রহমান বাবলা প্রমুখ।