সাতক্ষীরায় মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা
‘মাদককে না বলুন’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় দেড়শ কিলোমিটারব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা করেছে একটি বেসরকারি সংস্থা। ৬০ জন যুবক এতে অংশ নিয়ে মানুষকে সচেতন করতে বিভিন্ন স্থানে সমাবেশ ও প্রচারপত্র বিলি করেছে।
আজ শনিবার সকালে সাতক্ষীরার বাবুলিয়া থেকে বাইপাস সড়কের জামতলায় গিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাটি যাত্রা শুরু হয়। শহর থেকে ২০ কিলোমিটার দূরে ভোমরা স্থলবন্দরে পৌঁছে সাতক্ষীরা সীমান্ত হয়ে পৌঁছে যায় কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে। সেখান থেকে সরসকাটি হয়ে যশোরের মনিরামপুরের ঝাপা পার হয়ে সাগরদাঁড়ি গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
‘সেবা সংসদ’ নামের বেসরকারি সংস্থাটির সভাপতি মো. কওসার আলী জানান, সমাজে মাদকের প্রভাব বেড়ে গেছে। এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি থেকে রক্ষা পেতে সীমান্ত এলাকাজুড়ে মাদকের চোরাকারবার বন্ধ এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মাদকের কবল থেকে সরিয়ে আনার লক্ষ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
কওসার আলী আরও জানান, এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন এবং প্রচারপত্র বিলি করেন। তাঁরা স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলে এবং বিভিন্ন স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে ‘মাদককে না বলুন’ এই—স্লোগান পৌঁছে দেন।