সাতক্ষীরায় লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণ বাড়ছে
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী লকডাউনের মধ্যেও করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ছে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১০৩ জনের করোনা পজিটিভ এসেছে। করোনা শনাক্তের হার ৫৪ দশমিক ৭৯ শতাংশ।
করোনা উপসর্গ নিয়ে গতকাল সোমবার রাতে জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৪৯ জনে দাড়িয়েছে। অপরদিকে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ২২৭ জন।
সাতক্ষীরায় বর্তমানে মোট ৪৬৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, সদর হাসপাতালে ২৫ জন ও বেসরকারি সিবি হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সাতক্ষীরায় গত ৫ জুন থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ।
জেলা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, কয়েকদিন ধরে করোনা শনাক্তের হার ৫১ থেকে ৫৩ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল। আজ ৫৫ শতাংশ শনাক্ত হয়েছে। করোনা বাড়তে থাকায় লকডাউনের মেয়াদ বাড়ানো লাগতে পারে।
সপ্তাহব্যাপী লকডাউনের চতুর্থ দিন চলছে আজ। সাতক্ষীরা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচার জন্য দোকানপাট খোলা রাখার সুযোগ থাকলেও দিনের অপর সময় কড়াকড়ি থাকছে।
তবে ভোমরা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। ভারতীয় চালক ও সহযোগীদের জনসাধারণের সঙ্গে খোলামেলা ঘুরে বেড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সীমান্তজুড়ে বিজিবির জোরদার টহল চলমান রয়েছে।
এ ছাড়া খুলনা ও যশোর থেকে সাতক্ষীরা শহরের প্রবেশমুখ বন্ধ করে দিয়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউনের বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।