সাতক্ষীরা কারাগারে মারা গেলেন বিএনপি নেতা সাবু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু সাতক্ষীরা জেলা কারাগারে মারা গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
কারা কর্তৃপক্ষ জানায়, শারীরিক অসুস্থতার কারণে বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানেই রাতে তিনি মারা যান।
মাহফুজুর রহমান সাবু সাতক্ষীরার কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমানে কলারোয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। চার বছরের দণ্ডপ্রাপ্ত সাবু গত ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেকার আলী বলেন, ‘বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু জেলা কারাগারে মারা গেছেন। তবে, কী কারণে তিনি মারা গেছেন সেটি জেল কর্তৃপক্ষ বলতে পারবেন।’
সাতক্ষীরা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, তিনি হার্ট, ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাতে তিনি মারা গেছেন।
তবে কারাগারে থাকাকালীন তিনি মারা যাননি বলে জানান জেলার।