সাত অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ঢাকাসহ দেশের সাত অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, বগুড়া, টাংগাইল, পাবনা, মাদারীপুর, ফরিদপুর এবং ঢাকা অঞ্চলসমূহের ওপর দিয়ে বয়ে যেতে পারে অস্থায়ী দমকা হাওয়া। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ শনিবার (১১ মার্চ) আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এদিকে, আগামী তিন দিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ও সর্বচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে, বেলা ১টা থেকে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, বগুড়া, টাংগাইল, পাবনা, মাদারীপুর, ফরিদপুর এবং ঢাকা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।