সাপাহারের ইউএনও করোনায় আক্রান্ত
নওগাঁ সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার সকালে সাপাহার স্বাস্থ্য বিভাগ ১৭ জনের শরীর থেকে এন্টিজেন নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে পাঠায়। ওই নমুনা রিপোর্টে আজ দুপুরে ইউএনওসহ তিনজনের করোনা পজিটিভ বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
করোনা আক্রান্ত ইউএনও আব্দুল্যাহ মামুন জানান, শারীরিক ভাবে অনেক ভালো আছেন তিনি। গত দুই ধরে শরীর ব্যথাসহ সর্দি-জ্বর কিছুটা সমস্যা হলেও এখন অনেকটা ভালো আছেন। সবার দোয়া কামনা করেছেন তিনি।
আব্দুল্যাহ আল মামুন গত ১৩ এপ্রিল সাপাহার উপজেলায় যোগদানের পর থেকেই করোনা সন্মুখযোদ্ধা হিসেবে পরিচিত। উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে করোনা রোগীদের খোঁজখবর ও তাঁদের পরিবারকে সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে প্রশংসিত হন তিনি।