সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় রুল জারি
গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বন ও পরিবেশ সচিবকে অবিলম্বে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।
রুলে ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং সাফারি পার্কের বন্যপ্রাণীদের রক্ষায় দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতাউল্লাহ নুরুল কবির।
২ ফেব্রুয়ারি গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১ টি জেব্রা ও একটি বাঘের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা চ্যালেঞ্জ করে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন গাজীপুরের বাসিন্দা অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ।
২৬ জানুয়ারি গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা ও বাঘের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করে বন ও পরিবেশ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিকে জেব্রাগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, এ ঘটনায় সাফারি পার্কে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতি পরিলক্ষিত হলে তা চিহ্নিতকরণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিলের জন্য বলা হয়।
পরে সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সদস্যকে কমিটিতে যোগ করা হয়। নির্ধারিত সময়ে তদন্ত সম্পন্ন না হওয়ায় জন্য ১০ দিন সময় বৃদ্ধির আবেদনও করা হয়।
জানা গেছে, ২ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৯ জেব্রা এবং ২৯ তারিখে আরও দুটিসহ মোট ১১টি জেব্রা মারা গেছে। জেব্রা ছাড়াও সেখানে একটি সিংহী ও বাঘের মৃত্যু হয়েছে। কমিটি এসব প্রাণীর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।