সাবেক পুলিশ সুপার বাবুলের জামিন নামঞ্জুর
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান আজ বুধবার দুপুরে মামলার শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দেন।
আসামিপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল বলেন, ‘সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের জামিন আবেদন করেছি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেব।’
মিতুর বাবা মোশাররফ হোসেন মেয়ে হত্যার অভিযোগে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে প্রধান আসামি করে আট জনের বিরুদ্বে মামলা করেন। ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকার বাসার কাছে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু।