সাভারের মহাসড়কে গরম ও যানজটে অতিষ্ঠ চালক-যাত্রীরা
সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ও আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। নিত্যদিনের এ যানজটে চরম দুর্ভোগে পড়েছে গাড়িচালক, বাস যাত্রীসহ সাধারণ মানুষ। সকাল থেকে শুরু হওয়া এ যানজট থাকে বিকেল পর্যন্ত। তীব্র গরম, প্রচণ্ড রোদ আর সেইসঙ্গে রাস্তায় যানজট মিলিয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ।
মহাসড়কে চলাচলকারীরা বলছেন, সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা থেকে থানা বাসস্ট্যান্ড এবং আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বাইপাইল থেকে জামগড়া ও জিরাবো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কে একাধিক ট্রাফিক পুলিশ কাজ করলেও যানজট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কোনোভাবেই। এর ফলে তীব্র যানজটে অসহনীয় দুর্ভোগে পড়ছে মহাসড়ক ব্যবহারকারী মানুষজন।
ট্রাফিক পুলিশ বলছে, মহাসড়কে উন্নয়নমূলক কাজ এবং যেখানে-সেখানে গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করার ফলে এ যানজট সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।’