সাভারে ‘চোরের অপবাদ’ দেওয়ায় শিশুর আত্মহত্যা
সাভারে ‘চোর অপবাদ’ সহ্য করতে না পেরে আরাফাত (১২) নামের এক শিশু আত্মহত্যা করেছে। সাভারের দেওগাঁও এলাকায় গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শিশু আরাফাতের বাবার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার কালিবাজার এলাকায়। বাবা ও মায়ের বিচ্ছেদের পর সে সাভারে খালার সঙ্গে থাকত।
আরাফাতের চাচা কাওসার জানান, চাঁদপুরে থাকার সময় তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়লেও করোনার কারণে আরাফাতের পড়াশোনা বন্ধ হয়ে যায়। সোমবার দুপুরে এক প্রতিবেশী আরাফাতকে দেখে জিনিসপত্র চুরি করবে ভেবে তাড়িয়ে দেন। এরপর অপমান বোধ করে। পরে বাসায় পৌঁছে আত্মহত্যা করে।
সাভার মডেল থানার উপপরিদর্শক আব্দুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।