সাভারে ছয় শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সাভারের আশুলিয়ায় অবৈধ ছয় শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ বৃহস্পতিবার সকালে কুটুরিয়া ও দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় জব্দ করা হয় নিম্নমানের পাইপ ও রাইজার।
অভিযান পরিচালনা করেন সাভার তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।
এলাকাবাসী বলছেন, কুটুরিয়া ও দুর্গাপুরে ১০ বারেরও বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। তাঁদের অভিযোগ, বাড়িওয়ালাদের কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার করে টাকা রাতের আঁধারে চলে অবৈধ সংযোগ দেওয়ার কাজ। অসাধু ব্যক্তিরা তিতাসের মূল লাইন থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেন।
অভিযানসূত্রে জানা যায়, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সকালে কুটুরিয়া ও দুর্গাপুরে অভিযান চালান তাঁরা। এ সময় ছয় শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং নিম্নমানের পাইপ-রাইজার জব্দ করা হয়।
অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হবে বলে তিতাসের পক্ষ থেকে জানানো হয়।