সাভারে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
সাভারে একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহত দুজন হলেন প্রাইভেটকারের চালক জামাল খাঁন (৩৫) ও যাত্রী পুতুল বেগম (২৮)। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আজ সকালে একটি যাত্রীবাহী প্রাইভেটকার সাভার থেকে ঢাকায় যাচ্ছিল। পথে প্রাইভেটকারটি সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের চালক জামাল খাঁন ও যাত্রী পুতুল বেগম (২৮) ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি আটক করেছে পুলিশ।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল করিম জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।